< করোনা সংক্রমণ রোধে ঈদের পর সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধে রপ্তানিমুখী বস্ত্র ও পোশাক কারখানা খোলা রাখার দাবি জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, টানা ১৪ দিন কারখানা বন্ধ থাকলে রপ্তানি আদেশ হারাতে হবে। এতে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে সংকট তৈরি হতে পারে।