<< আসাম-মিজোরাম সীমান্তে সংঘর্ষে নিহত ৭

ভারতে আসাম ও মিজোরাম রাজ্যের সীমান্ত সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। নিহতদের মধ্যে আসামের পুলিশ সদস্য ছয়জন ও একজন সাধারণ মানুষ রয়েছেন। আহত হয়েছেন আরও ৭০ জনেরও বেশি।

প্রতিবেদনে বলা হয়, বেশ কিছুদিন ধরেই সীমান্ত নিয়ে বিবাদ চলছে আসাম ও মিজোরামের। সোমবার তা ভয়াবহ রূপ নেয়। এদিনের সংঘর্ষে প্রাণহানির খবর জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

তিনি বলেন, আসাম-মিজোরাম সীমান্ত এলাকায় মিজোরাম থেকে দুবৃত্তরা গুলি ছুড়ায় আমাদের ছয় পুলিশ সদস্য এবং একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

এদিকে সোমবার মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী এর জবাবে এক বিবৃতিতে বলেছেন, আসাম পুলিশ মিজোরামের সীমানায় ঢুকে পড়াতেই সংঘর্ষ শুরু হয়। দুপক্ষে হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

ভারতের এই দুই রাজ্যের সীমান্তে উত্তেজনা বেড়েছে গতমাস থেকে, যখন আসাম পুলিশ মিজোরামের বিরুদ্ধে তাদের এলাকায় অনুপ্রবেশের অভিযোগ তুলে পার্বত্যময় লায়লাপুর এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে বলে অভিযোগ ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *