<< ইলন মাস্ক আইনের ঊর্ধ্বে নন

বিশ্বের শীর্ষ ধনী ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক সম্প্রতি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনেছেন। এরপরই তিনি কোম্পানিটির অর্ধেক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন, যা এরই মধ্যে কার্যকর করা শুরু হয়েছে। তাছাড়া গুরুত্বপূর্ণ পদের অনেকে আবার চাকরি ছেড়ে দিচ্ছেন। টুইটারের শীর্ষ গোপনীয়তা ও কমপ্লায়েন্স কর্মকর্তারা পদত্যাগ করার পরে মার্কিন এক নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে বিষয়গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।

ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) জানিয়েছে, টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক আইনের ঊর্ধ্বে নন।

টুইটারের প্রধান গোপনীয়তা কর্মকর্তা ড্যামিয়েন কিরান, প্রধান কমপ্লায়েন্স কর্মকর্তা মারিয়ান ফোগার্টিও পদত্যাগ করেছেন। জানা গেছে, কোম্পানিটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা লি কিসিনারও পদত্যাগ করেছেন।

এফটিসির পাবলিক অ্যাফেয়ার্সের পরিচালক ডগলাস ফারেট বলেন, গভীর উদ্বেগের সঙ্গে সাম্প্রতিক সময়ে টুইটারের ইস্যুগুলো পর্যালোচনা করা হচ্ছে।

-বিবিসি।