ফটোনির্ভর সামাজিক যোগাযোগ মাধ্যম পিন্টারেস্ট কিনতে যাচ্ছে লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপাল। তিন হাজার ৯০০ কোটি ডলারের বিনিময়ে এ অধিগ্রহণের আলোচনা এখন শেষের দিকে।
এ অর্থের অধিকাংশের জোগান আসবে স্টকের মাধ্যমে। উভয় প্রতিষ্ঠানের বরাত দিয়ে এ খবর দিয়েছে মার্কিন বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। এ মালিকানা হাতবদলের মাধ্যমে ক্রমবর্ধমান সামাজিক বাণিজ্য খাতে পা রাখার সুযোগ পাবে পেপাল।
সাম্প্রতিক সময়ে ‘বাই-নাও-পে-লেটার’ বা আগে-কিনুন-পরে-পরিশোধ-করুন ব্যবসায় মডেলে ২৭০ কোটি ডলার খরচ করেছে পেপাল। এ ছাড়াও ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যেও নাম লিখিয়েছে এ লেনদেন সেবাদাতা। এবার ‘ভুল তথ্য ছড়িয়ে পড়া’ সমস্যার হাত থেকে ব্যবহারকারীদের পছন্দে এগিয়ে থাকা ‘পিন্টারেস্ট’ কিনতে যাচ্ছে তারা।