<< স্যামসাং গ্যালাক্সি এম৩২ এখন বাজারে

স্যামসাং দেশের বাজারে নিয়ে এসেছে নতুন স্মার্টফোন গ্যালাক্সি এম৩২। সময়োপযোগী ফিচার সমৃদ্ধ নতুন এই ফোনের দাম ২২ হাজার ৯৯৯ টাকা।

আকর্ষণীয় ডিজাইনের গ্যালাক্সি এম৩২ ফোনটিতে রয়েছে ৬.৪ ইঞ্চির এফএইচডি প্লাস সুপার অ্যামোলেড ইনফিনিটি-ইউ ডিসপ্লে। স্মার্টফোনটিতে রয়েছে ৯০ হার্টজের রিফ্রেশ রেট, যা ব্যবহারকারীদের দিবে স্মুথ স্ক্রলিং ও ট্রানজিশন, সাথে নিশ্চিত করবে দ্রুতগতির ব্রাউজিং অভিজ্ঞতা।

এতে রয়েছে ৬ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। দিন-থেকে-রাত পর্যন্ত ব্যাটারি ব্যাকআপে ফোনটিতে রয়েছে ২৫ ওয়াটের ফাস্ট-চার্জিং সুবিধা। এর ফলে ব্যবহারকারীরা কোনো ভাবনা ছাড়াই স্মার্টফোন ব্যবহার করতে পারবনে এবং সবসময় তাদের সাথে চার্জার সাথে নিয়ে ঘুরতে হবে না।

https://lifestylecampus24.com/

স্মার্টফোনটির হেলিও জি৮০ গেমিং প্রসেসর ব্যবহারকারীকে দিবে কোনো ল্যাগ ছাড়াই গেম খেলার দুর্দান্ত অভিজ্ঞতা। পাশাপাশি ফোনটি নিশ্চিত করবে দ্রুত গেমিং ও ভিডিও পারফরমেন্সের ঝামেলাবিহীন অভিজ্ঞতা।

এতে রয়েছে ভার্সেটাইল মোবাইল ফটোগ্রাফি ফিচার। রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপথ ও ম্যাক্রো লেন্স।

স্মার্টফোনটির সামনে রয়েছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা, যার মাধ্যমে ব্যবহারকারীরা তুলতে পারবেন সোশ্যাল মিডিয়ায় তাৎক্ষণিক আপলোডে উপযোগী দারুণ সব সেলফি।