<< অকটেনের দাম বাড়ল লিটারে ৪৬ টাকা, ডিজেল ৩৪ টাকা

এক লাফে অকটেনের দাম বাড়ল লিটারে ৪৬ টাকা, ডিজেল ৩৪ টাকা। ডিজেল ও কেরোসিনে এক লাফে বাড়ানো হয়েছে লিটারে ৩৪ টাকা। নতুন করে ডিজেল ও কেরোসিন এখন ভোক্তাকে কিনতে হবে ১১৪ টাকা করে। অন্য দিকে অকটেন ১৩৫ এবং পেট্রোলের প্রতি লিটার দাম বেঁধে দেয়া হয়েছে ১৩০ টাকা। জ্বালানি তেলের নতুন এই দাম কার্যকর হবে শুক্রবার রাতেই।
শুক্রবার সন্ধ্যায় এক প্রজ্ঞাপন দিয়ে নতুন দাম কার্যকরের কথা বলেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
২০১৬ সালের ২৪ এপ্রিলের পর গত বছরের ৩ নভেম্বর দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করে সরকার। সে সময় ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয় লিটারে ১৫ টাকা করে। তখন দাম বেড়ে হয় ৮০ টাকা লিটার।
এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে জ্বালানি মন্ত্রণালয় জানায়, শুক্রবার রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভিতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য হবে ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা লিটার, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোল ১৩০ টাকা লিটার।