<< ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আগামী মাসের শুরুর দি‌কে তার সফরটি হ‌তে পা‌রে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এ তথ্য জা‌না গেছে।

কূটনৈতিক সূত্র বল‌ছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী আগামী মাসে ঢাকা সফরের আগ্রহ প্রকাশ ক‌রে‌ছেন। বেইজিংয়ের পক্ষ থে‌কে ওয়াং ই’র ঢাকা সফ‌রের জন্য আগস্টের ৫-৬ তারিখ প্রস্তাব করা হ‌য়ে‌ছে।

ত‌বে ঢাকার পক্ষ থে‌কে সফর‌টি আরও এক‌দিন বা দু‌দিন পিছিয়ে দি‌তে অনুরোধ করা হ‌য়ে‌ছে। কারণ, বেইজিংয়ের চাওয়া সম‌য়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকে যোগ দি‌তে কম্বোডিয়ার রাজধানী নমপেনে যাওয়ার কথা র‌য়ে‌ছে।

সব‌শেষ, চীনের পররাষ্ট্রমন্ত্রী ২০১৭ সালের নভেম্বরে ঢাকা সফর করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক‌টি সূত্র জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নি‌য়ে রোববার (২৪ জুলাই) ড. মো‌মে‌নের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। বৈঠকে তারা চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নি‌য়ে বিস্তারিত আলোচনা করেন।

কূটনৈতিক চ্যানেলগু‌লো বল‌ছে, রা‌শিয়া-ইউক্রেন যুদ্ধ প‌রি‌স্থি‌তিসহ আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে নিজেদের অবস্থান ধ‌রে রাখ‌তে, বিশেষ ক‌রে দেশ‌টির মিত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসি‌ফিকে এ অঞ্চল বিশেষ ক‌রে বাংলাদেশকে যোগ করার চেষ্টা চল‌ছে। চীন চায় না ঢাকা মার্কিনীদের ইন্দো-প্যাসি‌ফিকে যোগ দিক। এ নি‌য়ে উদ্বেগও র‌য়ে‌ছে তা‌দের।