বাংলা পঞ্জিকায় শুরু হয়ে গেছে উত্তরের হিম বাতাস মেশানো পৌষের পালা। রাজধানী ঢাকাতেও লেগেছে সেই উত্তরের বাতাসের পরশ। এর ভিতরেই দেশের তিন বিভাগে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ।
আবহাওয়া অধিদপ্তর থেকে গণমাধ্যমকে জানানো হয়, দেশের রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের প্রায় বেশিরভাগ জায়গাতেই শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। এছাড়াও ময়মনসিংহ সহ আরও কয়েকটি জেলায় পাওয়া গেছে শৈত্যপ্রবাহের আভাস।
উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়ে তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। এসব জেলাতে এবার শীতের প্রকোপ যেনো একটু বেশিই। সকালের কুয়াশা ভেদ করে সূর্যের আলো পাওয়া যাচ্ছে অনেকটা বেলা করেই। তবে উত্তরের বাতাসের কারনে রোদের আলোও যেন শীত নিবারণে ব্যর্থ। আবার দিনের আলো শেষ না হতেই যেন নতুন করে নেমে আসছে শীত।
গতকাল পঞ্চগড়ের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রেকর্ড করা হয়েছে। আগামী দুদিনে তাপমাত্রা আরও কমতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।