<< এবার ডিএনসিসির ময়লার গাড়িচাপায় আরেকজন নিহত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক দিন আগে নটর ডেম শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভের মধ্যে এবার উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় আরেকজন নিহত হয়েছেন।

কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন্স) আবু জাফর মো. মাহফুজুল হক বলেন, বসুন্ধরা মার্কেটের সামনের রাস্তায় একটি ময়লার ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান।

নিহত আহসান কবীর প্রথম আলোর সাবেক কর্মী ছিলেন। তিনি দৈনিকটির পেস্টিং বিভাগে কাজ করতেন। কয়েক বছর আগে তিনি চাকরি ছেড়ে অন্য পত্রিকায় চলে যান।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আহসান কবীরসহ দুই জন ছিলেন। আরেকজন কোথায় পুলিশ বলতে পারছে না।

গত বুধবার গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নিহত হয়েছিলেন নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান। এ ঘটনায় বুধবার থেকেই রাজধানীজুড়ে বিক্ষোভ চলছে।