<< ফটিকছড়ি ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

দ্বিতীয় ধাপে ফটিকছড়ির ১৪টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগের ৭ জন ও ৫ স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রার্থীরা হলেন- দাতঁমারা ইউনিয়নে জানে আলম, কাঞ্চন নগর ইউনিয়নে কাজী মোহাম্মদ দিদারুল আলম, সুন্দরপুর ইউনিয়নে মোহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী, রোসাংগীরি ইউনিয়নে সোয়েব আল সালেহীন, মিতিরহাট ইউনিয়নে হারুন অর রশিদ ইমন, ধর্মপুর ইউনিয়নে কাজী মাহমুদুল হক। আব্দুল্লাহপুর ইউনিয়নে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান চেয়ারম্যান ওহিদুল আলম।

বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন- বাগান বাজার ইউনিয়নে শাহাদত হোসেন সাজু, নারায়ণহাট ইউনিয়নে আবু জাপর মাহামুদ, হারুয়ালছড়ি ইউনিয়নে ইকবাল হোসেন চৌধুরী, পাইন্দং ইউনিয়নে ছরওয়ার হোসেন স্বপন, জাফতনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জিয়া উদ্দিন জিয়া বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে লেলাং ও বখতপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর রিট আপিল জটিলতায় চেয়ারম্যান পদে ৬ সপ্তাহ হাইকোর্ট নির্বাচন স্থগিত রেখেছে।