বান্দরবানে ভারি বৃষ্টিপাতে পাহাড় ধসের ঘটনায় নিখোঁজ মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মা ও মেয়ের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন হলেন, সাইঙ্গ্যা ত্রিপুরা পাড়ার বাসিন্দা কিষ্ণাতি ত্রিপুরা (৪০), তাঁর মেয়ে বাজেরুং ত্রিপুরা (১২)। এ ঘটনায় ছেলে প্রদীপ ত্রিপুরা (৮) এখনো নিখোঁজ রয়েছে। কিষ্ণাতি ত্রিপুরার বোন রাংকাতি ত্রিপুরা (৩৫) প্রাণে বেঁচে গেলেও তিনি আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যার পর সদর ইউনিয়নের সাইঙ্গ্যা ত্রিপুরা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহাগ রানা জানান, টানা বৃষ্টি ও রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি।
সাইঙ্গ্যাপাড়াবাসী জোসেফ সূর্য ত্রিপুরা জানান, বুধবার সন্ধ্যার দিকে কিষ্ণাতি ত্রিপুরা তাঁর মেয়ে, ছেলে ও ছোট বোনকে নিয়ে জুম চাষ করে বাড়ি ফেরার পথে তারা সাইঙ্গ্যাঝিরি পাড়ার ঘাটে গোসল করতে যান। এসময় ভারী বৃষ্টির কারণে ঝিরিতে পাহাড়ি ঢল নামলে তারা স্রোত থেকে বাঁচার জন্য ঘাটে থাকা পানির ট্যাংকের ওপরে উঠেন। কিন্তু হঠাৎ ট্যাংকের ওপর পাহাড় ধসে পরায় তিনজন মাটি চাপা পড়েন। তবে কিষ্ণাতি ত্রিপুরা বোন রাংকাতি ত্রিপুরা ট্যাংক থেকে ছিটকে পড়ার কারণে বেঁচে গেলেও আহত হয়েছেন।