চট্টগ্রামে মসজিদে মসজিদে জঙ্গিবাদবিরোধী বিশেষ প্রচারণা চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। শুক্রবার চট্টগ্রামের ১৬ থানায় একযোগে এ প্রচারণা চালানো হয়। সংশ্লিষ্ট থানার ওসি প্রতিটি মসজিদে গিয়ে জঙ্গিবাদবিরোধী বক্তব্য দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নির্দেশে এ প্রচারণা চালানো হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) আরাফাতুল ইসলাম বলেন, কিছু সংখ্যক গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নেওয়ার আশায় ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিতে ব্যস্ত রয়েছে। এ সব অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে সচেতনতামূলক কার্যক্রম ও প্রচারণার বিকল্প নেই।
সিএমপি সূত্রে জানা যায়, সিএমপির ৯৬টি বিটের সমগ্র এলাকায় জনসাধারণের মাঝে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, স্ব স্ব থানার বিট অফিসাররা জুমার নামাজের খুতবার আগে ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের নেতিবাচক দিকগুলো তুলে ধরেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, মুসল্লিদের মাঝে জঙ্গিবাদ, মাদক, কিশোর গ্যাংবিরোধী সচেতনতা সৃষ্টির জন্য জুমার খুতবার আগে আমরা বক্তব্য দিয়েছি। এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার প্রতি গুরুত্বারোপ করেছি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, এখন স্কুল কলেজ বন্ধ। এ সুযোগে শিক্ষার্থীদের বিপথে নেওয়ার চেষ্টা করতে পারে সুযোগ সন্ধানীরা। তাই আমরা সবাইকে সচেতন করছি।