ধূমপায়ীদের জন্য অতি দুঃসংবাদ নিয়ে এসেছে করোনাভাইরাস সম্পর্কিত একটি গবেষণা। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে বলা হচ্ছে- যারা নিয়মিত ধূমপান করেন, করোনাসহ অন্যান্য সংক্রমণে হাসপাতালে তাদের মৃত্যুর ঝুঁকি অনেক বেশি।
এর আগে ধূমপান ও করোনা নিয়ে যেসব গবেষণা হয়েছে- তাতে দেখা গেছে, ধূমপায়ীদের ক্ষেত্রে সংক্রমণ দেখা দিলে হাসপাতালে ভর্তি করার প্রয়োজনীয়তা কিছুটা হলেও বেড়ে যায়। বেশ কয়েকটি সমীক্ষাতেই ধূমপানকে ‘রিস্ক ফ্যাক্টর’ হিসেবে দেখানো হয়েছে।
কিন্তু এ ধরনের গবেষণার ক্ষেত্রে ‘অবজারভেশন মেথড’ ব্যবহার করা হয়েছিল। থোরাক্স নামক একটি জার্নালে প্রকাশিত সাম্প্রতিক গবেষণাটি অবজারভেশনের সঙ্গে সঙ্গে তথ্যও বিশ্লেষণ করেছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নটিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা করোনা পরিসংখ্যানের সঙ্গে মিলিয়ে তাদের তথ্য বিশ্লেষণ করে এই গবেষণাপত্র তৈরি করেছেন। চার লাখ ২১ হাজার ৪৬৯ জনের তথ্য গবেষণায় ব্যবহার করা হয়।
গবেষণায় দেখা যাচ্ছে যারা ধূমপায়ী নন তাদের সঙ্গে তুলনা করলে ধূমপায়ীরা ৮০ শতাংশ বেশি হারে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের একটি বড় অংশই কোভিডে মারা গেছেন।