<< এবার ‘গীতিকার’ হিসেবে আত্মপ্রকাশ করলেন মোদি

এবার ‘গীতিকার’ হিসেবে আত্মপ্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার লেখা গানেই নবরাত্রি উদযাপনের সূচনা হয়েছে গুজরাটে।

শনিবারই (১৪ অক্টোবর) ‘গীতিকার’ মোদির হয়ে গলা ফাটিয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। লেখক তথা সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ীর প্রসঙ্গ উল্লেখ করে নরেন্দ্র মোদির প্রশংসাও করেন তিনি। রোববার (১৫ অক্টোবর) নবরাত্রির গরবা গান ‘মাদি’ প্রকাশ্যে নিয়ে এলেন মোদি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। মমতার লেখা দুটি গান জনপ্রিয় ধারাবাহিকের টাইটেল সং। এমন অবদানের জন্য সম্প্রতি টেলিসম্মান পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি।

এবার নরেন্দ্র মোদিকেও দেখা গেল ‘গীতিকার’-এর ভূমিকায়। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী জানান, আমি অনেক বছর আগে এই গানটি লিখেছিলাম। এই গান আমার অনেক পুরোনো স্মৃতি ফিরিয়ে দিল।

রোববার সকালে নিজের লেখা প্রথম গরবা গান ‘মাদি’ প্রকাশ্যে আনেন মোদি। সম্প্রতি সেই গান নিয়েই ভিডিও তৈরি করেছেন তানিষ্ক বাগচী। গানটি গেয়েছেন ধ্বনি ভানুশালী। মূলত পপ গান গেয়েই খ্যাতি কুড়িয়েছেন এই গায়িকা। ২০১৯ সালে মুক্তি পাওয়া ভাস্তে গানটির হাত ধরে তিনি জনপ্রিয় হন। আর এবার নাদিম শাহের নির্দেশনায় এই মিউজিক ভিডিওতেও কাজ করলেন তিনি।