<< মার্কিন মন্ত্রীর বিস্ময়: নিমিষেই গলে গেল আফগান সেনাবাহিনী!

মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহারের ঘোষণায় আফগানিস্তানের সেনাবাহিনীর আকস্মিক পতন যুক্তরাষ্ট্রকে অবাক করে দিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। একই সঙ্গে আফগান সামরিক বাহিনীর সক্ষমতা, উচ্চ-পদস্থ কর্মকর্তাদের দুর্নীতি এবং দুর্বল নৈতিকতাসহ আমেরিকার ২০ বছরের দীর্ঘ যুদ্ধের ব্যাপারে ওয়াশিংটন ভুল হিসেব করেছিলও বলে স্বীকার করেছেন তিনি।

মঙ্গলবার আফগান যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসে এক শুনানিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন লয়েড অস্টিন। সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিকে তিনি বলেন, ‘যে আফগান সেনাবাহিনীকে আমরা এবং আমাদের অংশীদাররা প্রশিক্ষণ দিয়েছি, তা একেবারে নিমিষেই গলে গেছে— অনেক ক্ষেত্রে একটি গুলিও চালায়নি; যা আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। অন্য কিছু দাবি করা এখানে অসৎ হয়ে যাবে।’

আফগানিস্তানে মার্কিন যুদ্ধের বিশৃঙ্খলাপূর্ণ অবসান, মার্কিন সৈন্য ও বেসামরিক নাগরিকদের প্রাণহানি এবং তালেবানের ক্ষমতায় পুনরায় ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে দু’দিনের শুনানির প্রথম দিন এসব কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েড।

মার্কিন সেনাবাহিনীর তত্ত্বাবধানকারী সিনেট এবং হাউস কমিটিতে মঙ্গলবার এই শুনানি অনুষ্ঠিত হয়েছে। দুই সপ্তাহ আগে একই ধরনের শুনানিতে অংশ নিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ওই সময় তিনি আফগান যুদ্ধের অবসানে জো বাইডেন প্রশাসনের পক্ষে কঠোর অবস্থান নেওয়ায় পদত্যাগের দাবির মুখোমুখি হয়েছিলেন।

আফগানিস্তান যুদ্ধে নাটকীয় হার এবং বিশৃঙ্খলাপূর্ণ সৈন্য প্রত্যাহার ঘিরে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন জো বাইডেন। এমনকি অনেকেই তার বিচক্ষণতা এবং পররাষ্ট্রনীতির দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির রিপাবলিকান দলীয় শীর্ষ সিনেটর জেমস ইনহোফে আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারে বিশঙ্খলার জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করেছেন। তিনি বলেন, সামরিক প্রধানদের সুপারিশ উপেক্ষা করেছেন বাইডেন এবং যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর অনেক আমেরিকানকে পেছনে ফেলে রেখে এসেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জেনারেল, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি সিনেটে দেওয়া সাক্ষ্যে বলেছেন, তিনি তালেবানের ক্ষমতা দখলের গতির ব্যাপারে যথাযথ আন্দাজ করতে পারেননি।

মার্কিন এই জেনারেল বলেছেন, গত বছরের শেষের দিকে কোনও ধরনের চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রের সৈন্য তড়িঘড়ি প্রত্যাহারের ফলে আফগান সামরিক বাহিনী এবং সরকারের পতন ঘটতে পারে বলে তিনি সতর্ক করে দিয়েছিলেন।

সূত্র: রয়টার্স।