আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটিতে নারীদের কর্মক্ষেত্রে ফেরার আহ্বান জানিয়েছিল তালেবান। এমনকি সংগঠনের পক্ষ থেকে এটাও জানানো হয়েছিল যে, নতুন সরকারেও নারীদের অংশগ্রহণ চায় তারা। পশ্চিমা বিশ্ব তালেবানের শাসন নিয়ে বার বার উদ্বেগ জানিয়েছে। কিন্তু তালেবান আফগান নাগরিকদের নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাত্রার প্রতিশ্রুতি দিয়েছে।
তালেবানের নিয়ন্ত্রণের পর পরই দেশটির অন্যতম প্রধান সংবাদ মাধ্যম টোলো নিউজের খবরে নারী সংবাদ পাঠকদের উপস্থিতি দেখা গেছে। এবার টোলো টিভির মর্নিং শো’র উপস্থাপনায় দেখা গেল আরও এক নারীকে। তালেবান ক্ষমতা গ্রহণের পর হয়তো অনেকেই ভেবেছিলেন যে, নারীদের আর সংবাদ উপস্থাপনা বা টেলিভিশনের কোনো অনুষ্ঠানের উপস্থাপনায় দেখা যাবে না। কিন্তু দিন দিন সেই ভুল ভাঙছে।