<< বন্যা পরিস্থিতির অবনতি: চীনের ৫ শহরে রেড অ্যালার্ট জারি

বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চীনের ৫টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবার দেশটির সরকারি সংবাদ সংস্থা শিনহুয়ায় এতথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে- দেশটির হুবেই প্রদেশে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। ওই প্রদেশের উত্তরের শহর লিউলিন ও সুইঝোতে এই প্রাণহানির ঘটনা ঘটে। ইতোমধ্যে প্রায় ৬ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রদেশটির ৫টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এদিকে বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সুইঝো, জিয়াংইয়াং, জিয়াগান শহর। অনেক ঘরবাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্ন আছে বিদ্যুৎ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। নষ্ট হয়েছে ৮ হাজার ১১০ হেক্টর জমির ফসল। প্রায় ১৬ দশমিক ৬৭ মিলিয়ন ডলার সমমানের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, গত মাসে দেশটিতে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ১০০ জনের মৃত্যু হয়েছিলো।