ইরানের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ইব্রাহিম রইসি। বৃহস্পতিবার তেহরানে দেশটির পার্লামেন্টে এক অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন।
এ সময় রইসি সব দেশের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের আশ্বাস দেন। একই সঙ্গে তিনি ইরানকে আরও শক্তিশালী করতে কাজ করবেন বলেও জানান। খবর আল জাজিরার।
ষাট বছর বয়সী রইসি জানান, দেশের স্বাধীনতা বজায় থাকুক এবং বিদেশিরা যাতে নাক না গলায় – এমনটাই চান ইরানের মানুষ।
শপথ গ্রহণের পর উদ্বোধনী বক্তব্যে প্রেসিডেন্ট রইসি অঙ্গিকার করেন, তিনি বিশ্বের সঙ্গে কূটনৈতিক, গঠনমুলক ও বিস্তৃত অংশিদারিত্বের প্রয়াস চালাবেন। মধ্যপ্রাচ্যে প্রতিবেশি দেশগুলোর সঙ্গেও সম্পর্ক উন্নয়নে তিনি কাজ করবেন বলে জানান।
রইসি বলেন, ‘আমি সব দেশের প্রতি, বিশেষ করে আঞ্চলিক দেশগুলোর প্রতি আমার বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিচ্ছি।’
ইরানী প্রেসিডেন্ট রইসির শপথ অনুষ্ঠানে ২৬০ জনের বেশি স্থানীয় ও বিদেশি কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইরাক ও সিরিয়ায় সংঘাতকে ইঙ্গিত করে তিনি বলেন, স্থানীয় সংকট সমাধান আলোচনার মাধ্যমেই করা জরুরি। বিদেশি বাহিনীর উপস্থিতি কেবল অস্থিতিশীলতাকেই উসকে দেবে।