বাংলাদেশ ক্রিকেট বোর্ড করোনার কারণে দীর্ঘদিন ঘরের মাঠে দর্শক ছাড়া আন্তর্জাতিক সিরিজ আয়োজন করেছে। দেশে করোনা সংক্রমণের হার কমে আসায় আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে গ্যালারিতে আবার দর্শক ফেরাচ্ছে বিসিবি। ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামী ১৯ নভেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এই ম্যাচ দিয়ে মাঠে ফিরছে দর্শক।
বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে, ১৯ তারিখের ম্যাচের টিকিট ১ দিন আগে অর্থাৎ ১৮ নভেম্বর পাওয়া যাবে নির্দিষ্ট বুথে। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাওয়া যাবে ম্যাচ টিকিট। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে টিকিট বুথ। টিকিট পাওয়া যাবে ৫ ক্যাটাগরিতে। যেখানে সর্বোচ্চ টিকিট মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা, সর্বনিম্ন ১০০ টাকা।
গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউজ ৩০০, সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ড ১৫০ ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিট মিলবে ১০০ টাকায়।
শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিক্রয়ের পর যদি ম্যাচের দিন টিকিট পর্যাপ্ত থাকে, তাহলে স্টেডিয়াম সংলগ্ন বুথে (এক নম্বর গেট সংলগ্ন) বিক্রি করা হবে। তবে শর্ত হলো করোনাভাইরাসের ডাবল ডোজ টিকা নিয়েছেন কেবল তারাই খেলা দেখার সুযোগ পাবেন সনদ দেখানো সাপেক্ষে। দর্শক ফেরালেও ধারণ ক্ষমতার ৫০ শতাংশের বেশি টিকিট ছাড়বে না বিসিবি।
ম্যাচের দিন মাঠে প্রবেশের সময় টিকা সার্টিফিকেট দেখাতে হবে। ১৮ বছরের কম বয়সীদের টিকার সার্টিফিকেট লাগবে না।