চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায় গরুর গোয়ালে মশার কয়েলের আগুনে ১৮টি বসতবাড়ি ভস্মীভূত ও দুটি গরু পুড়ে গেছে। মঙ্গলবার (৫ মার্চ) ভোরে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে খবর পেয়ে কর্ণফুলী ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য মাহমুদুল হক সুমন ও কর্ণফুলী মর্ডান ফায়ার সার্ভিসের কর্মকর্তা শোয়াইব হোসেন মুন্সি।
স্থানীয়রা জানান, ওই গ্রামের মো. ইসলামের গোয়াল ঘরে মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিমিষে ছড়িয়ে পড়ে পাশের মো. তাহের, দিল আহম্মদ, আবুল হোসেন, মো. শুক্কুর, মো. সৈয়দ, আব্দুস সালাম, মো. টিপু, শাহ আলম, বদিউল আলম, আলা উদ্দিন, সাহাব উদ্দিন, মো. ফয়েজ, মো. ছবির, আব্দুল গণি, ওমর আলী, মো. রফিক, সোনা মিয়া ও মো. শুক্কুরের বাড়িতে। এ ১৮টি বাড়িতে প্রায় ৪০-৫০ পরিবারের বসবাস ছিল। এ সময় দুটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
প্রসঙ্গত, গত ৪ মার্চ বিকেল পৌনে ৪ টার দিকে কর্ণফুলী থানার ইছানগর এলাকায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ নামে চিনি কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। এতে ১ লাখ মেট্রিক টন চিনি পুড়ে যায়। এ ঘটনার ৪ ঘণ্টার মধ্যে আবারও এ অগ্নিকাণ্ড ঘটে।