বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশে চীনের ভাবমূর্তি কেমন তার ওপর সম্প্রতি এক গবেষণা চালিয়েছে চীন অ্যাম্বাসি। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের ৬০ শতাংশ মানুষ চীন সম্পর্কে ইতিবাচক। ৯০ শতাংশ বাংলাদেশি চীন-বাংলাদেশের সম্পর্কে নিয়ে সন্তুষ্ট। এছাড়া বাংলাদেশের অনেক মানুষ সাংস্কৃতিক, বাণিজ্যিক এবং উচ্চশিক্ষার জন্য চীন ভ্রমণে আগ্রহী।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘ভয়েস অব স্প্রিং গোল্ডেন ড্রিমস, বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকাস্থ চীন দূতাবাস।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি বলেন, চীন-বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। এটি দিনে দিনে আরো বিকশিত হচ্ছে। একে অপরের জ্ঞান বিনিময়ও ধারাবাহিক উন্নয়নে ভূমিকা রাখছে। দুই দেশের মানুষের মাঝে বন্ধুত্ব আরো জোরদার হচ্ছে।
অনুষ্ঠানে দুই দেশের ঐতিহ্যবাহী নাচ, গান, সংগীত পরিবেশন করেন চীন ও বাংলাদেশের শিল্পীরা। বসন্তের ফুলের মতো দুই দেশের সম্পর্ক সুশোভিত হওয়ার আশা ব্যক্ত করেন সাংস্কৃতিক ও কূটনৈতিক অতিথিরা।