রাশিয়া অভিযোগ করেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করছে ইউক্রেন। এর জন্য ক্রেমলিনের ওপর ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। তবে ড্রোন দুটি নিস্ক্রিয় করা হয়েছে। বুধবার রুশ বার্তা সংস্থা আরআইএ এ তথ্য জানিয়েছে।
রাশিয়া দাবি করেছে,ক্রেমলিন দুর্গে পুতিনের বাসভবনে কথিত হামলায় দুটি ড্রোন ব্যবহার করা হয়েছিল। তবে ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন দুটি নিস্ক্রিয় করা হয়েছে।
এ ব্যাপারে ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ‘দুটি মনুষ্যবিহীন ড্রোন ক্রেমলিনকে লক্ষ্যবস্তু বানাতে চেয়েছিল। রাডার যুদ্ধ ব্যবস্থা ব্যবহার করে সেনাবাহিনী এবং বিশেষ বাহিনীর সময়মত পদক্ষেপের ফলে, ডিভাইসগুলিকে নিস্ক্রিয় করা হয়েছিল।’