উত্তর আফ্রিকার দেশ সুদানে সামরিক বাহিনীর সাথে দেশটির আধা-সামরিক বাহিনীর সংঘর্ষের মধ্যে দেশটি থেকে নিজ নাগরিকদের সরিয়ে নিয়েছে জার্মানি। মঙ্গলবার সন্ধ্যায় ১২০ জার্মান নাগরিককে বিমানে করে সুদান থেকে জর্ডানে সরিয়ে নেওয়া হয়।
মূলত সুদানে যুদ্ধবিরতির সুযোগ নিয়ে জার্মান নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হলো। মঙ্গলবার ১২০ জন নাগরিক ও কূটনীতিককে বিমানে করে প্রথমে জর্ডান নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তারা জার্মানিতে যাবেন।
জার্মানির প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সুদান থেকে শেষ উদ্ধারকারী বিমান জর্ডান চলে গেছে। আর নতুন করে কোনও বিমান উদ্ধারের জন্য সুদানে যাবে না।
গত রোববার এই উদ্ধারকাজ শুরু হয়। এর দায়িত্ব দেওয়া হয় জার্মান বিমান বাহিনীর ওপর। মোট ৬০০ জনকে সুদান থেকে বের করে নিয়ে আসা হয়েছে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বলেছেন, যে সব জার্মান নাগরিক এখনও সুদানে আছেন, তাদের নিরাপদে দেশে ফেরানোর প্রচেষ্টা চলবে।
সুদানের কাছে একটি বিমানঘাঁটি থেকে জার্মানির উদ্ধারকারী বিমান ছেড়েছে। সুদানের সেনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই কাজ করেছে জার্মান বিমান বাহিনী।
অন্যদিকে যুক্তরাজ্য জানিয়েছে, জার্মানি উদ্ধারের কাজ শেষ করে ফেলার পর তারা এবার ওই বিমানঘাঁটি ব্যবহার করে তাদের নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার কাজ শুরু করবে।
জাতিসংঘের উদ্বাস্তু সংক্রান্ত সংগঠন ইউএনএইচসিআর জানিয়েছে, সুদানে যেভাবে তীব্র সংঘর্ষ হচ্ছে, তাতে সেদেশ থেকে প্রায় তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছাড়তে পারেন।
আফ্রিকার বিভিন্ন দেশে সুদান থেকে হাজার হাজার মানুষ আসছেন। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।