কাশ্মীরের প্রখ্যাত স্বাধীনতাকামী নেতা ইয়াসিন মালিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভারতের রাজধানী দিল্লির একটি আদালত। সন্ত্রাসীদের অর্থ জোগান দেওয়ার মামলায় তার বিরুদ্ধে এ রায় দেওয়া হলো। বুধবার (২৫ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ভারত শাসিত কাশ্মীরের স্বাধীনতাকামীদের মধ্যে অন্যতম হলেন ইয়াসিন মালিক। বর্তমানে নিষিদ্ধ সংগঠন জম্মু ও কাশ্মীর লিভারেশন ফ্রন্টের প্রধান তিনি।
৫৬ বছর বয়সী মালিক গত সপ্তাহে সন্ত্রাস আইনে দোষী সাব্যস্ত হন। এর আগে অবৈধ ফান্ড গঠন, সদস্য সংগ্রহ ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
তবে বিচার চলাকালীন মালিক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা।
গত সপ্তাহে জম্মু ও কাশ্মীর লিভারেশন ফ্রন্ট এক বিবৃতিতে জানায়, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো কল্পিত, বানোয়াট ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
মালিক বিচারককে বলেছেন, স্বাধীনতা চাওয়াকে যদি অপরাধ মনে করা হয়, তাহলে এ অপরাধ ও পরিণতি গ্রহণ করতে আমি প্রস্তুত।