<< ‘বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই’

ভারতের নিযুক্ত হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভাণ্ডার দরবার শরীফে সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারির খোশরোজ শরীফ উপলক্ষে গিলাফ হস্তান্তরের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা বাংলাদেশের বন্ধু। বাংলাদেশের গণতন্ত্রের বন্ধু। বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমরা  বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছি। সেই নির্বাচনের ফলাফলের দিকেও আমরা তাকিয়ে আছি। পরবর্তী সরকারের সঙ্গে কাজ করার আশায় আছি। সুতরাং, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের কিছুই বলার নেই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফটিকছড়ির রামগড় সীমান্তবর্তী স্থলবন্দর চালু হলে দুই দেশের অর্থনীতির আরো উন্নতি হবে। সেজন্য ফটিকছড়ি খুবই গুরুত্বপূর্ণ। ভারত-বাংলাদেশের দুই দেশের মধ্যে বর্তমানে সুসম্পর্ক বজায় রয়েছে।  আগামীতেও এ সম্পর্ক অটুট থাকবে।

ফটিকছড়ির সাংসদ ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি, তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারি, তরিকত ফেডারেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারিসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।