ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে তবে, এ ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজসহ কলকাতায় আনার চেষ্টা চলছে। নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শনে আসছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও রেল দপ্তরের যৌথ উদ্যোগে উদ্ধারকাজ চলছে দ্রুতগতিতে।
এর আগে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) পটনা থেকে গুয়াহাটির দিকে ছেড়ে যাওয়া বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৫টার দিকে লাইনচ্যুত হলে এ হতাহতের ঘটনা ঘটে। এসময় ট্রেনটির গতি ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার। ট্রেনটিতে প্রায় ৭০০ জনের মতো যাত্রী ছিল। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই তিনজনের প্রাণহানি হয়।
দুর্ঘটনার কারণ জানতে রেলওয়ের একজন উচ্চ পর্যায়ের কমিশনারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রেলওয়ে বোর্ডের চেয়ারপাসন ও ডিজি (নিরাপত্তা) দিল্লি থেকে দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।