নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন সজলকে (২৯) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার (০৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা শহর মাইজদী থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাহাদাত হোসেন সজল কাদের মির্জা ঘোষিত কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বসুরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের মোশাররফ হোসেনের ছেলে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সজলের বিরুদ্ধে ১২টি বিস্ফোরক দ্রব্য আইনে ও একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।