এই সময়ে সিনেমা পর্দায় খুব বেশি দেখা না গেলেও বলিউড অভিনেত্রী মাধুরী দিক্ষিত এখনও ঝড় তোলেন সবার মনে। ৫৪ বছর বয়সেও তার সৌন্দর্য-ফিটনেস চমকে দেয়ার মতো।
রূপ, লাবণ্য আর সৌন্দর্যে মাধুরী দিক্ষিতের তুলনা তিনি শুধু নিজেই। তার সৌন্দর্যের রহস্য কি তা নিজেই জানিয়েছেন মাধুরী। দিয়েছেন বিউটি টিপসও। শুধুমাত্র বি-টাউনে নয় পুরো দুনিয়াকে সৌন্দর্য ও হাসির ছটায় মুগ্ধ করে রেখেছেন মাধুরী।
নাচ তার খুব প্রিয়। নাচকে ফিটনেসের চাবিকাঠি করে রেখেছেন তিনি। ফিট থাকার জন্য মাধুরী নিয়মিত নাচের অনুশীলন করেন। এর ফলে তার মুখে আনন্দ ও ঔজ্জ্বল্য দেখা দেয়। তার মতে, নিয়মিত এক্সারসাইজ, যোগ ও স্বাস্থ্যকর খাবার-দাবার শুধু শরীরকেই নয়, মনকেও সুন্দর রাখে।
মাধুরী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, জাপানিজ খাবার তার ভীষণ প্রিয়। সুস্থ থাকার জন্য জাপানিজরা সেদ্ধ, সেঁকা, স্যটে করা খাবার বেশি খেয়ে থাকেন। তাই মাধুরীও নিজের খাদ্য তালিকায় জাপানিজ রান্নার পদ্ধতি অবলম্বন করেন। এছাড়াও নিয়মিত হার্বাল টি ও ডাবের পানি পান করেন। আবার একবারে পেট ভরে খাওয়ার পরিবর্তে পাঁচ থেকে ছয় বার হাল্কা খাবার খান।
ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে নিজের সুন্দর চুলের রহস্য জানান মাধুরী। চুলকে সুন্দর রাখার জন্য বাড়িতে কীভাবে তেল তৈরি করেন, সে বিষয়ে জানিয়েছেন তিনি। এর জন্য আধ কাপ নারকেল তেল, ১টি ছোট গ্রেট করা পেঁয়াজ, ১৫-২০টি কারিপাতা ও ১ চামচ মেথিদানা অল্প আঁচে ফুটিয়ে নিতে হবে। এই তেল ঠান্ডা করে ছেকে নিতে হবে। কাঁচের বোতলে ভরে দুদিনের জন্য রেখে দিতে হবে। দুদিন পর চুলে ভালো করে এই তেল লাগিয়ে ম্যাসাজ করুন। ৪০ মিনিট পর শ্যাম্পু করে নিতে হবে। সারারাতও তেল লাগিয়ে রাখা যায়।
শুধু তেলই নয়, নিজের চুলের জন্য হেয়ার মাস্কও বাড়িতেই বানান মাধুরী। এই হেয়ার মাস্ক তার চুলকে নরম ও উজ্জ্বল করে। একটি পাকা কলা, ২ চামচ দই ও ১ চামচ মধু ভালোভাবে মিশিয়ে এই মাস্ক বানান তিনি। ৩০ মিনিট পর্যন্ত চুলে এই মাস্ক লাগিয়ে রাখতে হবে। তারপর শ্যাম্পু করে নিন। এই মাস্ক লাগালে কন্ডিশনার ব্যবহারের দরকার নেই।
মাধুরী এই বয়সেও কীভাবে মেকআপ করে নিজের সৌন্দর্য ফুটিয়ে তোলেন সে বিষয়েও একটি টিউটোরিয়াল ভিডিও শেয়ার করেছেন। সেটিতে নিজের দৈনন্দিন মেকআপ টিউটোরিয়াল সম্পর্কে জানিয়েছেন এই বলিউড কুইন।
সূত্র: ডেসটিনেশন বাংলা