জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম আরও দুই বছর দেশের প্রধান রাজস্ব আহরণকারী সংস্থার দায়িত্বে থাকছেন।
বুধবার (৩ জানুয়ারি) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে জন প্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন,২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী আবু হেনা মো. রহমাতুল মুনিমকে তার পূর্বেও চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে আগামী ৬ জানুয়ারি ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছর মেয়াদে সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড হিসেবে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।