করোনা সংক্রমণ প্রতিরোধে ফাইজারের টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল ৪টা ৪৯ মিনিটে রাজধানীর মহাখালীতে অবস্থিত শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা টিকার তৃতীয় ডোজ নেন তিনি।
টিকা নেয়ার উদ্দেশ্যে খালেদা জিয়া আজ বিকাল ৪টা ১০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন। বিকাল ৪টা ৩৬ মিনিটে তিনি হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হন। পরে গাড়িতেই অপেক্ষা করেন তিনি।
গাড়িতে অবস্থান করেই টিকার বুস্টার ডোজ নেন খালেদা জিয়া। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মুরশিদা খাতুন বিকাল ৪ টা ৪৯ মিনিটে টিকা পুশ করেন। এ সময়ে সিনিয়র স্টাফ নার্স মেহেদী হাসান ও লিপি আরা খাতুন সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার সঙ্গে বাসার আরো তিনজন টিকা নিয়েছেন। অন্য তিনজন হলেন- খালেদা জিয়ার পারিবারিক সহকারী রুপা সিকদার, আবদুল রহিম ও আবদুল খালেক। সবাইকে ফাইজারের বুস্টার ডোজ দেয়া হয়। টিকা গ্রহণ শেষে বিকেল ৪ টা ৫৩ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর হাসপাতাল প্রাঙ্গণ ত্যাগ করে।
এর আগে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এর আগে বুধবার সকালে জানিয়েছিলেন, কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষায় খালেদা জিয়া বেলা ২টা ৩০ মিনিটের দিকে করোনা টিকার বুস্টার ডোজ নেবেন।
এদিকে খালেদা জিয়ার আগমন উপলক্ষে দুপুরের আগে থেকেই শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভিড় জমান বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গত বছরের ১৯ জুলাই ও ১৮ আগস্ট একই হাসপাতালে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেন খালেদা জিয়া। গেল বছরের ১১ এপ্রিল তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।