সার্চ কমিটিকে বিএনপি প্রত্যাখ্যান করেছে বলে উল্লেখ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সেখানে বিএনপির নাম দেওয়ার প্রশ্নই ওঠে না। আসলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করছে। মিথ্যাচার হচ্ছে তাদের একমাত্র অবলম্বন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান সার্চ কমিটিতে যারা আছে সবাই আওয়ামী লীগের। মূলত এটি সার্চ কমিটি নয় এটি হলো ‘ক্রাশ কমিটি’। তাদের দ্বারা যে কমিশন গঠিত হবে তারাও তাই হবে। এ কমিটির মাধ্যমে যে ইসি গঠিত হবে তারা জালিয়াতি ও পাতানোর নির্বাচনই উপহার দেবে।
তিনি বলেন, আমরা পরিষ্কার বলে দিতে চাই, এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নিবে না বিএনপি। আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করে তাদের দ্বারা গঠিত নির্বাচন কমিশনের অধীনেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।
নিত্যপণ্যের ভয়ঙ্কর ঊর্ধ্বগতির সমালোচনা করে করে রিজভী বলেন, এখন শীতকাল রবি-শষ্যের মৌসুম। নিত্যপণ্যের দাম কম থাকার কথা। অথচ সরকারের মন্ত্রী এমপিদের দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। সে দিকে তাদের কোনো নজর নেই। জনগণ বাঁচুক না বাঁচুক তাদের কিছু যায় আসে না।
তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ সংগঠনটির নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।