<< ফেসবুকে মৃত্যুর গুজব, অপরিবর্তিত রওশন এরশাদের অবস্থা

বার্ধক্যজনিত নানা রোগে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে ব্যাংকক গেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

শুক্রবার (৫ নভেম্বর) বিকেল ৫টায় তিনি এয়ার অ্যাম্বুলেন্সযোগে (HS EMG) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন।

কিন্তু শুক্রবার রাতে হঠাৎ রওশন এরশাদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

খন্দকার দেলোয়ার জালালী বলেন, রওশন এরশাদের অবস্থা অপরিবর্তিত আছে। রাত সাড়ে ৯টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স থাইল্যান্ড পৌঁছেছে। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে আছেন। এখন সেখানে তার চিকিৎসা শুরু হবে।

তিনি বলেন, বেগম রওশন এরশাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।

অন্যদিকে, রওশন এরশাদপুত্র রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ তার ফেসবুক পেজ থেকে রাত ৯ টায় এক পোস্টে জানান, তারা নিরাপদে থাইল্যান্ড পৌঁছেছেন। দ্রুতই রওশন এরশাদের চিকিৎসা শুরু হবে।